তেলিগাতির ডিজিটাল জগতের পরিচালকগনের সাথে পরিচিত হোন

তেলিগাতি, বাংলাদেশের অবস্থিত একটি রত্ন, প্রাকৃতিক সৌন্দর্য এবং জনমানুষের অজানা দিকগুলো ফুটিয়ে তোলার পাশাপাশি ডিজিটাল সেবা নিশ্চিত করার জন্যই আমাদের এই প্রচেষ্টা।

বাংলাদেশের সুরম্য গ্রাম তেলিগাতিকে উৎসর্গ করা এই ডিজিটাল হেভেনের পর্দার আড়ালে, আপনি আমাদের ওয়েবসাইট অ্যাডমিনিস্ট্রেটরদের উত্সাহী দলকে খুঁজে পাবেন। সংযোগ এবং সম্প্রদায়ের অনুভূতি বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ, আমাদের অ্যাডমিনিস্ট্রেটরগন, গল্প এবং ঝলক আনতে অক্লান্ত পরিশ্রম করে। গ্রামের প্রতি ভাগ করা ভালবাসা এবং এর সারমর্ম রক্ষা করার প্রতিশ্রুতি নিয়ে, আমাদের অ্যাডমিনিস্ট্রেটরগন এই অনলাইন স্পেসটিকে তেলিগাতির প্রাকৃতিক সৌন্দর্য ও জনমানুষের প্রতিফলন তৈরি করার চেষ্টা করছেন।

২০২০ সালের ফেব্রুয়ারী মাসের ৭ তারিখে আমাদের তেলিগাতী নামক ফেসবুক গ্রুপের মাধ্যমে তেলিগাতী গ্রামের কয়েকজন যুবকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তেলিগাতী গ্রামের প্রকৃতি, মানুষ, ইতিহাস, ঐতিহ্য, সমসাময়িক বিষয়গুলো তুলে ধরা শুরু করে।

আমাদের তেলিগাতী ফেসবুক গ্রুপে তেলিগাতী গ্রাম নিয়ে ধারাবাহিক পোস্ট করার ফলে এলাকার সকল খবরাখবর মানুষ অতি সহজেই জানতে পারে। গ্রামের মানুষের সমস্যা, তার থেকে সমাধান অনেক ক্ষেত্রে এই ফেসবুক গ্রুপের মাধ্যমেও হতে থাকে, যেমন জরুরী মুহুর্তে রক্তের প্রয়োজনে, কারও পুরাতন কিছু বিক্রি করতে, অসহায় অসুস্থ ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা, সকল ধরনের সামাজিক ও ধর্মীয় কাজে মানুষ অনলাইনের মাধ্যমে সুযোগ সুবিধা পেতে থাকে।

তারই ধারাবাহিকতায় গ্রামের মানুষের উপকারের জন্যে আমরা তৈরী করেছি teligati.com নামের এই ওয়েবসাইট যা সকলের দৈনন্দিন যে কোনো উপকারে আসবে।

অ্যাডমিন