বাংলাদেশের প্রথম গ্রাম ভিত্তিক সেবামূলক ওয়েবসাইট

Facebook
Copy Phone No.
Copy Email
Youtube

Teligati.com ওয়েবসাইটে আপনাকে স্বাগতম । আমাদের ওয়েবসাইটের সদস্য হতে সাইন আপ করে সাথে থাকুন ।

Teligati.com ওয়েবসাইটে আপনাকে স্বাগতম । আমাদের ওয়েবসাইটের সদস্য হতে সাইন আপ করে সাথে থাকুন ।

রক্তদাতা

এখানে রক্তদাতা খুঁজুন। স্থানীয় রক্তদাতাদের কন্টাক্ট নাম্বার পেতে রক্তের গ্রুপ সিলেক্ট করে সার্চ করুন।

কর্মজীবী মানুষের তথ্য ও সার্ভিস

আমাদের গ্রামসহ পার্শ্ববর্তী গ্রামের সকল ধরণের কর্মজীবী মানুষের তথ্য ও তাদের সার্ভিস সহ ভ্যান, রিক্সা, এ্যাম্বুলেন্স, বিভিন্ন প্রতিষ্ঠান খুঁজে পাবেন এখানে

জরুরী সেবা

জাতীয় জরুরী সেবা সংক্রান্ত সকল তথ্য পাবেন আমাদের এখানে।

আমাদের সম্পর্কে জানুন

তেলিগাতি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এবং জনমানুষের অজানা দিকগুলো ফুটিয়ে তোলার পাশাপাশি ডিজিটাল সেবা নিশ্চিত করার জন্যই আমাদের এই যাত্রা।

তেলিগাতীর বার্তা

তথ্য ও যোগাযোগ বিষয়ক এবং আমাদের গ্রামের সকল বার্তা পাবেন এখানে।

ভিডিও বার্তা

আমাদের তেলিগাতী গ্রামের জানা অজানা সকল ভিডিও পাবেন এখানে।

চাকরির খবর

চাকরি সংক্রান্ত সকল ওয়েব সাইট সম্পর্কে জানতে পারবেন এখানে......

ডোনেশন

অসহায় মানুষের পাশে দাড়াতে এবং আমাদের স্বেচ্ছাসেবকদের অনুপ্রেরনা যোগাতে আপনিও অংশগ্রহণ করতে পারেন আমদের মাধ্যমে।

Amader Teligati

Don't forget to subscribe our Youtube channel.

ঠিকানা

তেলিগাতী, কুয়েট, আড়ংঘাটা, দিঘলিয়া, খুলনা-৯২০৩

পরিচিতি

বাংলাদেশের দক্ষিনে অবস্থিত খুলনা বিভাগের খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ৬নং যোগীপোল ইউনিয়ন পরিষদের ঐতিহ্যবাহী একটি গ্রাম তেলিগাতী।


তেলিগাতী গ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর বিল ডাকাতিয়ার কোল ঘেষে গড়ে উঠেছে। ৬নং যোগীপোল ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ড নিয়ে বিস্তীর্ণ। তেলিগাতী গ্রামের পূর্ব দিকে খুলনা সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ড পশ্চিমে ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়ন, দক্ষিনে দিঘলিয়া উপজেলার আড়ংঘাটা ইউনিয়ন ও উত্তরে ফুলতলা উপজেলার আটরা ইউনিয়ন পরিষদ অঞ্চল অবস্থিত। তেলিগাতী গ্রামের সব থেকে অন্যতম বড় সম্পত্তিও হলো অত্র এলাকায় প্রতিষ্ঠিত হওয়া বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। সেগুলোর মধ্যে অন্যতম হলো-
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)
শেখ কামাল আইটি ইনকিউবেশন এন্ড ট্রেইনিং সেন্টার
গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল খুলনা
খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
তেলিগাতী মাধ্যমিক বিদ্যালয়
খানা বাড়ি গার্লস হাই স্কুল
সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়
উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট
খান জাহান আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজ
প্রতিভা প্রি ক্যাডেট স্কুল ছাড়াও অনেক সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান।

বিংশ শতাব্দীর আনুমানিক প্রায় তিন থেকে চারশত বছর আগে তেলিগাতী গ্রাম ছিলো সম্পূর্ণ বিল ডাকাতিয়ার ডোবা পানির নিচে। তেলিগাতী গ্রামের দক্ষিন প্রান্তে বর্তমান খুটির ঘাট পাড়ায় সর্বপ্রথম সনাতন ধর্মাবলম্বী রাম পরিবার বসবাস স্থাপন করে। রাম পরিবারের কর্তা ছিলেন গঙা রাম। তিনি ও তার বংশের পেশা ছিলো ঘানিতে তেল ভাঙানো। যারা ঘানিতে তেল ভাঙাতো তাদেরকে দক্ষিনাঞ্চলের আঞ্চলিক ভাষায় বলা হতো তেলি। গঙা রাম ও তার বংশের বিস্তার দিনের সাথে তাল মিলিয়ে বাড়তে থাকে যুগের পর যুগ। ধীরে ধীরে গঙা রাম ও তার জ্ঞাতি গোষ্ঠীও অত্র অঞ্চলে বসতি স্থাপন করে বসবাস শুরু করে। সে সময় বর্তমান তেলিগাতী গ্রাম থেকে আশপাশের এলাকায় যাওয়ার একমাত্র যানবাহন ব্যবস্থা ছিলো তাল গাছের তৈরী ডিঙি নৌকা যার আঞ্চলিক নাম ডোঙা। যেহেতু অত্র অঞ্চল বিল ডাকাতিয়ার অংশ সেহেতু অত্র অঞ্চলে পায়ে হাটার চেয়েও বিলের পানিতে ডিঙি নৌকা ব্যবহার করে অতি দ্রুত অন্যান্য এলাকায় যাওয়া সহজ হতো। তৎকালীন সময়ে যে বা যারাই অন্য অঞ্চল থেকে বর্তমান তেলিগাতী গ্রামের দিকে আসতো তখন কেউ দেখলে যদি জিজ্ঞাসা করতো কোথায় যাচ্ছো? তাহলে উত্তরে বলতো তেলিদের গাতী যাচ্ছি। যারা ঘানিতে তেল ভাঙানোর কাজ করে তাদের বলে তেলি আর যেহেতু তারা জ্ঞাতি গোষ্ঠী একজায়গায় বসবাস করে তাই গাতী। তেলিদের গাতী তেলিগাতী এভাবেই ধীরে ধীরে লোক মুখে তেলিগাতী গ্রামের নামকরণ হয়।


খানাবাড়ী(নুনা খুলা), ল্যাবরেটরি মোড়, পাকারমাথা, কাজীপাড়া, মধ্যপাড়া, রাজাপুর, ফকির বাড়ি, ছোট মাঠ, খুটির ঘাট, সরদার পাড়া, ফকির বাড়ি, বুচিতলা অত্র গ্রামের উল্লেখযোগ্য পাড়ার মধ্যে অন্যতম।

তবে বর্তমান রাজাপুর একসময় তেলিগাতী গ্রামের মতই আলাদা একটা গ্রাম ছিলো, কিন্তূ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় রাজাপুরের হিন্দু ধন্নাট্য পরিবার গুলো পাশ্ববর্তী দেশে চলে যাওয়ায় রাজাপুর গ্রামের জৌলুস ফুরিয়ে আসে এবং তেলিগাতী গ্রামের একটা পাড়ায় পরিনত হয়। তেলিগাতী গ্রাম একসময় দেয়ানা ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ছিলো।

মোট ১২টি মসজিদ ৩টি মন্দির রয়েছে অত্র তেলিগাতী গ্রামে। তবে নেই কোনো গীর্জা অথবা প্যাগোডা। তেলিগাতী গ্রামে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষজন একইসাথে সুসম্পর্ক নিয়েই বসবাস করছে। তবে তেলিগাতী দক্ষিন পাড়া(খুটির ঘাট) ও উত্তর পাড়া (রাজাপুর) অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের সংখ্যা অন্যান্য পাড়ার থেকে তুলনামূলক অধিক।

অত্র এলাকায় বড় আয়োতনের খেলার মাঠ রয়েছে মোট ৫টি
কুয়েট সেন্ট্রাল ফিল্ড
খানাবাড়ী স্কুল মাঠ
টিটি কলেজ মাঠ
ল্যাবরেটরি স্কুল মাঠ
ও তেলিগাতী স্কুল মাঠ বর্তমানে খেলাধুলার উপযোগী হিসাবে রয়েছে। তবে ২০০৩ সাল পর্যন্ত টিটিসি খেলার মাঠ খেলার উপযোগী থাকলেও সেখানে খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপিত হওয়ায় সেই মাঠটি সেই থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে।

তেলিগাতী পূরবী সংঘ
খানাবাড়ী তরুন সংঘ ক্লাব ও লাইব্রেরি
রেনেসাঁ স্পোর্টিং ক্লাব
আলোর দিশা সেচ্ছাসেবী সংগঠন
আলোকিত যুব সংঘ
খুলনা মানব কল্যাণ ফাউন্ডেশন
বন্ধু ফাউন্ডেশন ৯৯
বন্ধু কল্যান সংগঠন
স্বপ্ন তরী সেচ্ছাসেবী সংগঠন
আলম স্মৃতি সংসদ
প্রতিভা সন্ধানী ক্লাব
মুক্তার ফকির স্মৃতি সংঘ
নেপাল আশ্রম সংঘ সহ তেলিগাতী গ্রামে রয়েছে আরও বেশ কয়েকটি ছোট বড় সামাজিক সেচ্ছাসেবী সংগঠন।

তেলিগাতী গ্রামের অন্যতম বিশেষ একটি আয়োজন হলো ঐতিহ্যবাহী তেলিগাতী ফকির বাড়ির গান। প্রতি বছর চৈত্র মাসের ৩ তারিখে তেলিগাতী ফকির বাড়ি এলাকায় দিন ব্যাপী জারি গানের পালা ও বিশাল মেলার আয়োজন করা হয়। সর্বশেষ ২০২৩ সালে ১২১ তম জারী গান ও মেলা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও গভ: ল্যাবরেটরি হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অত্র এলাকার অন্যতম আয়োজন হিসাবে জনমনে সৃকৃতি লাভ করেছে। হাডুডু ও ঢালী খেলা তেলিগাতী গ্রামে জনপ্রিয় খেলার তালিকায় থাকলেও বর্তমানে ফুটবল, ক্রিকেট সহ অন্যান্য খেলাধুলা জনপ্রিয়তার জায়গা দখল করেছে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সমাপনী অনুষ্ঠান অত্র এলাকার সব থেকে জাক জমক অনুষ্ঠান হিসাবে সকলের কাছে সম্মতিপ্রাপ্ত একটি আয়োজন। যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশের খ্যাতিমান শিল্পরাও একই মঞ্চে তাদের স্ব স্ব প্রতিভা প্রকাশ করে হাজারো দর্শকের ভীড়ে।

তেলিগাতী গ্রামের মধ্যে দেশের তালিকাভুক্ত নাম করা দর্শনীয় স্থান না থাকলেও দেখার মত অনেক কিছুই রয়েছে যা চোখে অনাবিল শান্তি যোগাতে সহায়ক ভূমিকা রাখবে। যেমন- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট ক্যাম্পাস)। পরিছন্ন সাজানো গোছানো এক অন্যরকম সৌন্দর্য বিশিষ্ট একটি বিশ্ববিদ্যালয় চত্বর। যেখানে সারাদিন ঘুরে বেড়ালেও আপনার ভালো লাগা এক মুহুর্তের জন্যেও হ্রাস পাবে না। এ ছাড়াও প্রাকৃতিক নিদারুন সৌন্দর্যে ভরপুর বাংলাদেশের বিল ডাকাতিয়ার বেশ বড় একটি জায়গা দখন করে আছে তেলিগাতী গ্রাম। এই বিলের মধ্যে দিয়েই তৈরী হয়েছে খুলনা বাইপাস সড়ক যা খুলনা জেলার উত্তর থেকে দক্ষিনের মিল বন্ধন করেছে খুলনার রুপসা নদীতে অবস্থিত খানজাহান আলী সেতুর সাথে। এই লম্বা বাইপাসের পশ্চিম প্রান্তে তৈরী হচ্ছে নতুন রেলপথ। যা সংযোগ ঘটাবে মংলা সমুদ্র বন্দর থেকে সরাসরি বেনাপোল স্থল বন্দরে ।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,সাধারণত KUET নামে পরিচিত, পূর্বে BIT খুলনা নামে পরিচিত ছিল, বাংলাদেশের খুলনায় অবস্থিত একটি পাবলিক টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়। এটি ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তিতে শিক্ষা এবং গবেষণার জন্য স্থাপিত হয়। ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার আগে এটি একটি ইঞ্জিনিয়ারিং কলেজ হিসাবে ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

খুলনা আইটি পার্ক

খুলনা আইটি পার্ক স্থানীও যুবকদের কর্মসংস্থান এর সুযোগ করে দিয়েছে। বিশেষ করে আইটি সেক্টরে যুবকদের প্রশিক্ষন ও কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে ।