খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,সাধারণত KUET নামে পরিচিত, পূর্বে BIT খুলনা নামে পরিচিত ছিল, বাংলাদেশের খুলনায় অবস্থিত একটি পাবলিক টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়। এটি ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তিতে শিক্ষা এবং গবেষণার জন্য স্থাপিত হয়। ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার আগে এটি একটি ইঞ্জিনিয়ারিং কলেজ হিসাবে ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
খুলনা আইটি পার্ক
খুলনা আইটি পার্ক স্থানীও যুবকদের কর্মসংস্থান এর সুযোগ করে দিয়েছে। বিশেষ করে আইটি সেক্টরে যুবকদের প্রশিক্ষন ও কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে ।
সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়
খুলনা টিচার্স ট্রেনিং কলেজ বাংলাদেশের ষষ্ঠ শিক্ষক প্রশিক্ষণ কলেজ। খুলনা টিচার্স ট্রেনিং কলেজ প্রতিষ্ঠিত হয় ১৯৭০ সালে। যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শিক্ষক তৈরির লক্ষ্যে। টিচার্স ট্রেনিং কলেজ, খুলনা, বাংলাদেশের একটি অগ্রগামী কলেজ, ১৯৭০ সালে ৮.২৫ একর জমির উপর প্রতিষ্ঠিত হয়েছিল।
গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল খুলনা
টিচার্স ট্রেনিং কলেজর অধ্যক্ষ মোঃ মুহাম্মদ ওসমান গণি, তার প্রশিক্ষণার্থীদের পাঠদানের অনুশীলনে সহায়তা করার জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। এই ভাবনা থেকেই গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল তৈরি করা হয়। বিদ্যালয়টি ১৯৬১ সালে জনশিক্ষা অধিদপ্তরের তৎকালীন পরিচালক (D.P.I) মুহাম্মদ শামসুল হক কর্তৃক উদ্বোধন করা হয়। প্রথম প্রধান শিক্ষক ছিলেন খান মুহাম্মদ সালেক।
বিল ডাকাতিয়া
বিল ডাকাতিয়া (ডাকাতিয়া বিল নামেও পরিচিত) বাংলাদেশের খুলনা জেলার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত একটি নিম্নাঞ্চল। এই বিল গাঙ্গেয় জোয়ারভাটা বিধৌত বদ্বীপীয় সমভূমির অন্তর্গত। খুলনা মহানগরীর খানজাহান আলী ও আড়ংঘাটা থানা এবং জেলার ডুমুরিয়া ও ফুলতলা এবং যশোরের কেশবপুর , মণিরামপুর ও অভয়নগর উপজেলার অভ্যন্তরের প্রায় ত্রিশ হাজার একর জমি নিয়ে গঠিত বিল ডাকাতিয়া। দেশের দ্বিতীয় বৃহত্তম এ বিলটি আশির দশকে স্থানীয় মানুষের জন্য অভিশাপ হিসাবে দেখা দেয়।
তেলিগাতী পাকারমাথা বাজার
তেলিগাতী পাকারমাথা বাজার তেলিগাতী গ্রামের একেবারে প্রানকেন্দ্র হিসাবে সকলের কাছে সুপরিচিত স্থান। পাকারমাথার চার রাস্তার মোড়ের কারনে অত্র এলাকার সকল সংযোগ সড়ক এই পাকারমাথা থেকেই শুরু হয়েছে। তেলিগাতী গ্রামের যে কোনো পাড়া থেকে গ্রামের বাইরে বের হতে গেলেই সবারই পাকারমাথা আসা লাগে।ছোট বড় মিলিয়ে তেলিগাতী পাকারমাথা বাজারে প্রায় অর্ধশত দোকান রয়েছে যে কারনে তেলিগাতী পাকারমাথা বাজারের গুরুত্ব অত্র এলাকায় অনেক বেশী।
বুচিতলা জামে মসজিদ
১৭১০ সালে প্রতিষ্ঠা হওয়ার কারনেই বুচিতলা জামেমসজিদ তেলিগাতী গ্রামের মধ্যে সর্বপ্রথম মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে। বুচিতলা এলাকার স্থানীয় সকলের সহযোগিতায় ২০০৭ সালে এই মসজিদের পুনঃনির্মাণ করা হয়। তবে কে বা কার উদ্যোগে এই মসজিদ নির্মাণ কাজ শুরু হয় তা স্পষ্ট করে কেউও বলতে পারেনি। বর্তমানে এই মসজিদের অধীনে একটি মাদ্রাসাও পরিচালিত হচ্ছে।
